About ChinaExpress
চায়না এক্সপ্রেস একটি চায়নিজ সেলার বেইজড ইকমার্স সাইট। এটি একটি ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এটির প্রতিষ্ঠাতা মিঃ আব্দুর রহিম অর্ক একজন কর্পোরেট পারসন ও উইনসি প্রাইভেট লিমিটেড কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর। তিনি ১৫ বছরের বেশি সময় বাংলাদেশে লোকাল ও মাল্টি ন্যাশনাল কোম্পানীতে ব্রান্ড ম্যানেজার থেকে শুরু করে হেড অফ সেলস পজিশনে কর্মরত ছিলেন। ২০১৯ সাল তিনি ব্যবসায়ে মনোনিবেশ করেন। প্রথমে ট্রেডিং বিজনেস শুরু করলেও তিনি অনুধাবন করেন আমাদের দেশের অধিকাংশ তরুন/তরুনী সোশ্যাল মিডিয়া ভিত্তিক বিজনেস করছেন এবং তাদের বেশিরভাগ চাইনিজ পণ্য নিয়ে কাজ করছে। তিনি আরো বুঝতে পারেন যারা সোশ্যাল মিডিয়া ভিত্তিক বিজনেস করছেন তারা অনেকেই পণ্য সোর্সিং নিয়ে অনেক জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। কারন তারা যে সোর্স থেকে পণ্য কিনছেন তারা চায়না থেকে ইম্পোর্ট করে এদের কাছে পাইকারী রেটে বিক্রি করে আবার তাদের নিজস্ব চ্যানেলেও কাস্টমারদের কাছে সামান্য বেশি রেটে বিক্রি করছে। ফলে আমাদের তরুন/তরুনী যারা সোশ্যাল মিডিয়া ভিত্তিক পণ্য বিক্রি করছে তারা আশানুরূপ লাভ করতে পারছেনা।
মিঃ অর্ক আরো দেখতে পান, আমাদের দেশে যারা CNF এজেন্ট আছে তারা শুধুমাত্র বড় ব্যবসায়ীদের সাথে কাজ করেন। অল্প টাকার বা অল্প পরিমান পণ্য তারা ইম্পোর্ট করতে আগ্রহী হয়না। যার ফলে সোশ্যাল মিডিয়া ভিত্তিক বিজনেস করছেন তারা বড় ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে।
মিঃ অর্ক আরো দেখতে পান যে, কিছু প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়া ভিত্তিক বিজনেস ওনারদের সাথে কাজ করলেও তারা সাপোর্টিভ না। তারা ১০০% পেমেন্ট নিয়ে ২৫/৩০ দিন পর পণ্য এনে দিচ্ছেন। এতে করে অল্প পুজির ব্যবসায়ীরা তাদের থেকে সার্ভিস নিতে পারছেন না।
উপরের বিষয়গুলি চিন্তা করে মিঃ অর্ক চলতি বছরের এপ্রিল মাসে চায়না এক্সপ্রেস নিয়ে কাজ শুরু করেন। চায়না এক্সপ্রেস এর রিটেইল ও হোলসেল দুটি আলাদা ভার্সন রয়েছে। এখানে আধুনিক টেকনোলোজি ব্যবহারের মাধ্যমে চায়নার হোলসেল সাইটের পণ্য আমাদের সাইটে লাইভ করা হয়। গ্রাহক তার চাহিদা মতো এক সাইট থেকে অন্য সাইটে মুভ করে পণ্য কিনতে পারবেন। আপাতত বিকাশ পেমেন্টের মাধ্যমে পেমেন্ট নেয়া হলেও শিঘ্রই সকল প্রকার কার্ড পেমেন্ট ইন্টিগ্রেট করা হবে।
মিঃ অর্ক মনে করেন তার এই প্রচেষ্টায় আমাদের দেশের অনেক উদ্যোক্তা, ছোট/মাঝারী ব্যবসায়ী, ইকমার্স ব্যবসায়ী, ফেসবুক পেজ ভিত্তিক ব্যবসায়ীরা তাদের কাংখিত পণ্য হোলসেল রেটে চাইনিজ সেলার থেকে সরাসরি কেনার সুযোগ পাবেন। সেই সাথে কম বিনিয়োগে ৭৫% ক্যাশ অন ডেলিভারীতে পণ্য অর্ডার করার সুযোগ পাবেন।